Sunday, January 5, 2014

চাই সত্য নিষ্ঠা

সত্যের জয় চিরকালই হয়ে থাকে। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রানে অকপট হও – ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে; তা হলেই সব ঠিক হয়ে যাবে। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না, হয়ত শত শত যুগ ধরে আবর্জনা স্তুপে চাপা পড়ে লোকলোচনের অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক, বিলম্বে হোক – তা আত্মপ্রকাশ করবেই করবে।
                    কেহই সত্য, প্রেম ও অকপটতার শক্তিকে বাধা দিতে পারবে না। তোমাদের কি মন মুখ এক হয়েছে? তোমরা কি মৃত্যুভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পার? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এইগুলি তোমাদের থাকে তবে তোমাদের কোন কিছুকে এমন কি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই। এগিয়ে যাও বৎসগণ।
------------ স্বামী বিবেকানন্দ।
Please like us: www.facebook.com/alokito.manush.knowledge
<<<<<<<<<<<>>>>>>>>>>