Friday, April 25, 2014

ঐক্যের শক্তি



ছোটবেলায় একখানা গল্প পড়েছিলাম। গল্পের নাম ছিল ‘একতাই বল’। সেই গল্পে এক বৃদ্ধ দাদু তার চার নাতিকে চারটি লাঠি জোগাড় করতে বলেছিলেন। তারা লাঠি জোগাড় করে আনার পর লাঠিগুলোকে যথাক্রমে ভাঙতে বলা হল। এবং সবাই তা সহজেই ভাঙতে পারল। কিন্তু দাদু যখন লাঠিগুলোকে একত্রিত করে সবাইকে ভাঙতে দিল তখন তা আর একজনেও ভাঙতে পারলো না। অর্থাৎ লাঠিগুলোকে একত্রিত করার ফলেই তা আর কারো পক্ষে ভাঙ্গা  সম্ভব হল না। বাংলাদেশের হিন্দুর অবস্থাও সেই লাঠির মতোই। বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী হল প্রায় ১০ শতাংশ যার ৯৫ ভাগই হিন্দু। এই বিপুলসংখ্যক হিন্দু জনগোষ্ঠী বছরের প্রায় সবসময়ই দেশের কোন না কোন জায়গায় সেই সিঙ্গেল লাঠির মতো ভাঙ্গার শিকার হয়। কিন্তু যদি এই হিন্দু জনগোষ্ঠী আর আলাদা না থেকে একত্রিত হতে পারে তবে কি তাদের উপর নির্যাতন করা এত সহজ হবে? কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। আসলেই আমাদের হিন্দু জনগোষ্ঠীর কি সেই ইচ্ছা আছে নিজেদের মর্যাদার সাথে টিকে থাকার? যদি থাকে তবে আর দেরী না করে একত্রিত হোন। এক হিন্দু অন্য হিন্দুর বিপদে পাশে দাঁড়ান। নিজ ধর্ম রক্ষায় সচেতন হোন। যদি কেউ অর্থনৈতিকভাবে সচ্ছল হন তবে অন্য দরিদ্র হিন্দু পরিবারকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। মেধাকে সর্বোচ্চ কাজে লাগান। হিন্দু জাগলে তাকে বাধা দেবার শক্তি জগতের আর কারো নেই। নিজ শক্তিকে জাগ্রত করুন ও সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।  

লেখকঃ পুজা রায়।

Please like us: www.facebook.com/alokito.manush.knowledge
 

<<<<<<<<<<>>>>>>>>>