Sunday, September 22, 2013

ভক্তির ফল



ভক্ত্যা মাম অভিজানাতি
যাবান যশ্চাশ্মি তত্ত্বতঃ।
ততঃ মাম তত্ত্বতঃজ্ঞাত্বা
বিশতে তৎ অনন্তরম।।১৮-৫৫।।
অনুবাদঃ ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায়।
তাৎপর্যঃ শুদ্ধ ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ এবং ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, ভক্তিযুক্ত ভগবত সেবার মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। এখানেও সে কথা সত্যি বলে প্রতিপন্ন করা হচ্ছে। ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। 

(Collected)


No comments:

Post a Comment