Wednesday, October 16, 2013

পঞ্চম মাত্রা



পুনরজন্মের ধারনা হিন্দুধর্মের একটি মুল ভিত্তি। যারা পূর্ব জন্মের স্মৃতি মনে রাখতে পারেন তাদের জাতিস্মর বলা হয়। পৃথিবীতে অনেক জাতিস্মরের কাহিনী শুনতে পাওয়া যায় কিন্তু আমাদের বেশিরভাগেরই তাদেরকে জানার সুযোগ হয় না ফলে একসময় অনেকেই একে আজগুবি ধারনা বলে উরিয়ে দেন। কিন্তু বাস্তবে হিন্দুধর্মের পুনরজন্মের ধারনা যে সত্য তা নিয়ে সংশয়ের কোন কারন নেই। বিভিন্ন বিজ্ঞানী এই ধারনা নিয়ে কাজ করে চলেছেন। ২০০৬ সালে বিশ্বখ্যাত ডিসকভারী চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের জাতিস্বরদের নিয়ে একটি ডকুমেন্টারি প্রচার করা হয় যার মাধ্যমে হিন্দুধর্মের এই বিশ্বাস যে সত্য তা সম্পর্কে একটি ধারনা পাওয়া যায়। এই অনুষ্ঠানটি ইংরেজিতে হলেও নিচে বাংলায় সাবটাইটেল দেয়া আছে যারা ইংরেজি বোঝেন না তাদের সুবিধার্থে। আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন। নিচে এই অনুষ্ঠানটির লিঙ্ক আমরা প্রদান করছি - http://youtu.be/2dMvgGZXVkA


Like us on facebook: www.facebook.com/alokito.manush.knowledge

<<<<<<<>>>>>>>>

No comments:

Post a Comment