Tuesday, November 26, 2013

Bengali explanation of Gayatri Mantra



মহাগায়ত্রী মন্ত্র
*****************
গায়ত্রী ঋগ্বেদে উল্লিখিত একটি শ্লোক এই শ্লোকটি হিন্দু বিশ্বাসে পবিত্র দেবীরূপে কল্পিত দেবী গায়ত্রী ব্রহ্মার স্ত্রী চার বেদেরজননী
মহাগায়ত্রী মন্ত্রটি হল
ওঁ ভূর্ভুবঃ স্বঃ তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ।।
মন্ত্রটির সরলার্থ হচ্ছে; “সর্বলোকের প্রকাশক সর্বব্যাপী সবিতা মণ্ডল জগৎ প্রসবকারী সেই পরম দেবতার বরেণ্য জ্ঞান শক্তি ধ্যান করি; যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রদান করেছেন

বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃত অনুবাদঃ
যা হতে বাহিরে ছড়ায়ে পড়িছে পৃথিবী আকাশ তারা ,
যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা
তাঁরি পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি"
কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই মন্ত্রে পদ্যে যে বঙ্গানুবাদ করেন সেটি হল,
তিমির-রূপিনী নিশাসবিতা-সুন্দর!
সে তিমিরে তোমার সৃজন,
বিমল উজল আলোসৌন্দর্য-আধার!
ফুল্ল-ঊষাঅপূর্ব-মিলন
কুসুমিতা বসুন্ধরা-
দ্যু-লোক আলোক-ভরা-
জনয়িতা-সবিতা-সবার!
বরণীয়-রমণীয় নিত্য জ্ঞানাধার! (সবিতা)
দেবী গায়ত্রীর তিন রূপ সকালে তিনি ব্রাহ্মী; রক্তবর্ণা অক্ষমালা-কমণ্ডলুধারিনী মধ্যাহ্নে বৈষ্ণবী; শঙ্খ, চক্র, গদা ধারণকারিনী সন্ধ্যায় শিবানী; বৃষারূঢ়া, শূল, পাশ নরকপাল ধারিনী এবং গলিত যৌবনা
শব্দ-কল্পদ্রুম অনুসারে, যজ্ঞকালে একবার ব্রহ্মার স্ত্রী সাবিত্রী একা যজ্ঞস্থলে আসতে অস্বীকৃত হলে, ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে অন্য নারীকে বিবাহ করে যজ্ঞ সমাপ্ত করার পরিকল্পনা করেন তাঁর ইচ্ছানুসারে পাত্রী খুঁজতে বের হয়ে এক আভীরকন্যাকে (গোয়ালিনী) পাত্রী মনোনীত করেন ইন্দ্র বিষ্ণুর অনুরোধে তাঁকে গন্ধর্ব মতে বিবাহ করেন ব্রহ্মা এই কন্যাই গায়ত্রী
গায়ত্রীর ধ্যানে আছে, তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিনী, বিষ্ণু বা শিবরূপা, হংসস্থিতা বা গরুড়াসনা বা বৃষবাহনা তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু শিব হিন্দু বিধান অনুসারে, সকাল, দুপুর সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তি প্রাপ্ত হয় বলে এর নামগায়ত্রী বেদজ্ঞ আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলে তাঁর পূর্ণজন্ম হয় তিনি দ্বিজ নামে খ্যাত হন সেই কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণের উপাস্য বৈদিক গায়ত্রী মন্ত্রে আদলেই অন্যান্য দেবতার গায়ত্রী রচিত হয়েছে
                                           …………………….. লিপ্টন রায় …………………..

Like us on FB: Alokito Manush

<<<<<<<<<<<>>>>>>>>>>> 

No comments:

Post a Comment